ঢাকা     বৃহস্পতিবার   ২২ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উপলক্ষে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ২২ জানুয়ারি ২০২৬  
বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উপলক্ষে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ আয়োজনকে সামনে রেখে বিভিন্ন অংশীজনের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকার নভোথিয়েটারে এ সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, দেশি-বিদেশি উদ্ভাবক ও উদ্যোক্তা, শিক্ষার্থী, বিনিয়োগকারী, একাডেমিশিয়ান এবং শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।

তিনি বলেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষণা সংস্থা ও ব্যক্তিগত পর্যায়ে উদ্ভাবিত নতুন ধারণা ও প্রযুক্তির বাণিজ্যিকীকরণে শিল্প উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সঙ্গে কার্যকর সংযোগ তৈরিই এই ইনোভেশন ফেয়ারের মূল লক্ষ্য। এর মাধ্যমে উদ্ভাবন বাজারমুখী হবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় উদ্যোক্তারা তাদের অভিজ্ঞতা ও প্রস্তাবনা তুলে ধরেন এবং জাতীয় পর্যায়ে উদ্ভাবন বিস্তারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ধারাবাহিক সহযোগিতা কামনা করেন।

সভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, নভোথিয়েটার এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)এর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ঢাকা/এএএম/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়