ঢাকা     শনিবার   ২৪ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে সরকারের প্রচার বৈধ: আলী রিয়াজ

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৬, ২৪ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৬:৫০, ২৪ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে সরকারের প্রচার বৈধ: আলী রিয়াজ

শনিবার দুপুরে সিলেটে বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে সরকারের প্রচার আইনগত ও নৈতিকভাবে বৈধ বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে গণভোটের প্রচারের উদ্দেশে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন। সভায় সিলেট বিভাগের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

আলী রিয়াজ বলেন, “গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে সরকারের অবস্থান আইনগতভাবে সঠিক, নৈতিকভাবে গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।” 

তিনি বলেন, “দেশে এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চায় সরকার, যেখানে সব রাজনৈতিক দল আলোচনার মাধ্যমে যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবে। জুলাই সনদ সেই সুযোগ তৈরি করে দেবে।”

জুলাই সনদ নিয়ে বিভিন্ন অপপ্রচারের কথা উল্লেখ করে আলী রিয়াজ বলেন, “সনদে বিসমিল্লাহ নেই, এটি মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী—এমন নানা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। বাস্তবতা হলো, অনেক রক্তের বিনিময়ে নাগরিকদের ক্ষমতায়নের যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা হেলায় হারানো যাবে না।”

সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, “মুক্তিযুদ্ধের প্রধান আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যেই এ গণভোট হচ্ছে।” 

তিনি গণভোটে ব্যাপক জনসম্পৃক্ততা ও সচেতন অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

সভায় বক্তারা গণভোটকে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেন এবং ভোটারদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

ঢাকা/রাহাত/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়