নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ আইজিপির
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
আইজিপি বাহারুল আলম।
নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, ধৈর্য ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন আইজিপি বাহারুল আলম।
তিনি বলেছেন, ‘‘নির্বাচনকালীন দায়িত্ব পালনের সময় পেশাদারিত্ব বজায় রেখে জনআস্থা রক্ষাই হবে পুলিশের প্রধান লক্ষ্য।’’
শনিবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে জেলা পুলিশ সদস্যদের অংশগ্রহণে প্রাক-নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ‘‘বাংলাদেশ পুলিশ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনগণের জানমাল রক্ষায় নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।’’
এ সময় তিনি জনবান্ধব পুলিশিং আরো জোরদার করার আহ্বান জানান এবং জনগণের প্রত্যাশিত পুলিশি সেবা সহজ ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।
বাহারুল আলম বলেন, ‘‘পুলিশকে দায়িত্ব পালনের সময় বডি অন ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে হবে। এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরো বাড়বে।’’
সভায় স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। তিনি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পুলিশের প্রস্তুতি, পেশাদারিত্ব এবং নিরপেক্ষ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় পুলিশ অফিসার ও সদস্যরা তাদের বাস্তব অভিজ্ঞতা, নির্বাচনকালীন চ্যালেঞ্জ, কল্যাণমূলক বিভিন্ন দাবি এবং প্রস্তাব তুলে ধরেন।
ঢাকা/রেজাউল/রাজীব