ঢাকা     মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভোটারদের জন্য বিরিয়ানি রান্না করে জরিমানা গুনলেন স্বতন্ত্র প্রার্থী

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৬, ২৭ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৯:৩৭, ২৭ জানুয়ারি ২০২৬
ভোটারদের জন্য বিরিয়ানি রান্না করে জরিমানা গুনলেন স্বতন্ত্র প্রার্থী

নির্বাচনি আচরণবিধি না মেনে ভোটারদের জন্য গরু জবাই করে বিরিয়ানি রান্না করার অভিযোগে টাঙ্গাইল–৮ (সখীপুর–বাসাইল) আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে রান্না করা খাবার কাকড়াজান ইউনিয়নের পাঁচটি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ি বাজার এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন সখীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শীলা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্বাচনি প্রচারের অংশ হিসেবে গরু জবাই করে বিরিয়ানি রান্না করা হচ্ছে, এমন অভিযোগ পেয়ে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ঘটনাস্থলে রান্না করা খাবার পাওয়া যায়। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শীলা বলেছেন, “নির্বাচনি আচরণ বিধিমালায় সভা, সমাবেশ বা উঠোন বৈঠকে ভোটারদের খাবার পরিবেশন দণ্ডনীয় অপরাধ। সেই অপরাধে প্রার্থীকে জরিমানা করা হয়েছে। রান্না করা খাবারগুলো নষ্ট না করে এতিমখানা ও মাদ্রাসায় বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।”

ঢাকা/কাওছার/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়