ঢাকা     মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাসি-ভাবনায় ফিরছে জীবন-ফারিয়ার ‘জ্ঞানী গণি–০৩’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৪, ২৭ জানুয়ারি ২০২৬  
হাসি-ভাবনায় ফিরছে জীবন-ফারিয়ার ‘জ্ঞানী গণি–০৩’

‘জ্ঞানী গণি–০৩’ এর দৃশ্য

পারিবারিক ড্রামা ও কমেডির মিশেলে জনপ্রিয় চরিত্র ‘জ্ঞানী গণি’ আবারো ফিরছে পর্দায়। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ নিয়ে আসছে তাদের নতুন অরিজিনাল ড্রামা ‘জ্ঞানী গণি–০৩’। ইমরান ইমন পরিচালিত এই সিক্যুয়েলে আগের মতোই দর্শকদের হাসানোর পাশাপাশি ভাবানোর দায়িত্বে রয়েছেন জনপ্রিয় অভিনেতা-নির্মাতা শরাফ আহমেদ জীবন, তার সঙ্গে রয়েছেন শবনম ফারিয়া। আগামী ২৯ জানুয়ারি থেকে বঙ্গতে দেখা যাবে এটি। 

এবারের গল্প আবর্তিত হয়েছে শ্যালিকার বিয়েকে ঘিরে তৈরি হওয়া নানা অদ্ভুত পরিস্থিতিকে কেন্দ্র করে। স্বভাবসুলভ বুদ্ধি আর চালাকিতে ‘জ্ঞানী গণি’ চেষ্টা করে সবকিছু সামাল দিতে। কিন্তু সমস্যা মেটাতে গিয়ে উল্টো একের পর এক রহস্যের জট পাকতে থাকে। শেষ পর্যন্ত গণি কি নির্বিঘ্নে শ্যালিকার বিয়ে দিতে পারবে, নাকি নিজেই কোনো বড় বিপদে জড়িয়ে পড়বে—সেই উত্তর মিলবে ‘জ্ঞানী গণি–০৩’ নতুন সিক্যুয়েলে। 

আরো পড়ুন:

এ প্রসঙ্গে পরিচালক ইমরান ইমন বলেন, “জ্ঞানী গণি চরিত্রটি দর্শকদের খুব কাছের। এবারের গল্পে বিয়ের আনন্দঘন পরিবেশের আড়ালে লুকিয়ে থাকা সামাজিক অসঙ্গতিগুলোকে হাস্যরসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি, দর্শক এবারো গণির কাণ্ডকারখানা উপভোগ করবেন।” 

শরাফ আহমেদ জীবনকে কেন্দ্র করে আবর্তিত এই গল্পে আরো অভিনয় করেছেন শবনম ফারিয়া ও অন্যান্য শিল্পীরা। 

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়