গোপালগঞ্জ-২: প্রার্থীরা যাচ্ছেন দ্বারে দ্বারে
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে প্রার্থীরা প্রচার চালাচ্ছেন।
গোপালগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি প্রচার জমে উঠছে। সকাল থেকে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন এবং স্বতন্ত্র প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছে।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে জেলা শহরের চৌরঙ্গী এলাকা থেকে নির্বাচনি প্রচার শুরু করেন গোপালগঞ্জ-২ আসনের বিএনপির প্রার্থী ডা. কে এম বাবর। এ সময় তিনি বিভিন্ন দোকানে ও সাধারণ মানুষের মাঝে লিফটেল বিতরণ করে ধানের শীষ প্রতীকে ভোট চান।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, বিএনপি নেতা মুফশিকুর রহমান রেন্টু, জেলা বিএনপির সদস্য তৌফিকুল ইসলাম, জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসের হিরাসহ দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।
গোপালগঞ্জ-২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী তসলিম সিকদার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন। তিনি দলীয় প্রতীক হাতপাখা প্রতীকে ভোট চান।
এ সময় বিএনপি প্রার্থী ডা. কে এম বাবর বলেন, ‘‘এবারের নির্বাচনে ভোটারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। কারণ তারা উন্নয়ন চায়। স্বতন্ত্র প্রার্থী বা অন্য প্রার্থীদের ভোট দিলে এলাকার উন্নয়ন হবে না, এটা ভোটারা বুঝে গেছে। যে কারণে এবারের নির্বাচনে ভোটারা বিএনপিকে ভোট দিতে মুখিয়ে আছে।’’
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী তসলিম সিকদার বলেন, ‘‘সাধারণ মানুষ আর দুর্নীতি দেখতে চায় না। যে কারণে এবারের নির্বাচনে ভোটারা হাতপাখা প্রতীকে ভোট দিয়ে চরমোনাই পীর সাহেবকে ক্ষমতায় আনবে। আমরা বিভিন্ন এলাকায় গণসংযোগ করছি। ভোটারা আমাদের ভোট দেবেন বলে আশা করি।’’
ঢাকা/বাদল/বকুল