চিকিৎসককে হাতুড়ি পেটার অভিযোগ
ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ঝালকাঠির রাজাপুরে দুই ক্লিনিকে চেম্বার করার বিরোধের জেরে অর্থপেডিক্স ও ট্রোমা সার্জন এমএ করিম মামুন নামে এক চিকিৎসককে হাতুড়ি পেটার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নৈকাঠি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
ডা. এমএ করিম মামুন রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত চিকিৎসক মামুন জানান, তিনি স্থানীয় এ্যাপোলো ক্লিনিকে আগে থেকেই রোগী দেখতেন। সম্প্রতি ডক্টরস ক্লিনিকে চেম্বার করার কথা চলছিলো। এ নিয়ে এ্যাপোলো ক্লিনিক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার জন্য আসার পথেই ওই ক্লিনিকের স্টাফ চাঁনসহ কয়েজন মিলে আমার মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তারা আমাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পাসহ শরীরের বিভিন্ন স্থান জখম করে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, ঘটনাস্থল পুলিশ পরির্দশন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অলোক/ মাসুদ
আরো পড়ুন