ঢাকা     শুক্রবার   ১১ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৭ ১৪৩২

দুদিন অনশনের পর প্রেমিকের সঙ্গে এক সন্তানের জননীর বিয়ে

পিরোজপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৯, ৮ মে ২০২৫  
দুদিন অনশনের পর প্রেমিকের সঙ্গে এক সন্তানের জননীর বিয়ে

অসিম রায়

পিরোজপুরের ইন্দুরকানীতে বিয়ের দাবিতে অনশনের দুদিন পর প্রেমিকের সঙ্গে বিয়ে হয়েছে এক সন্তানের জননীর। বুধবার (৭ মে) রাতে উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামে তাদের বিয়ে হয়। প্রেমিকের নাম অসিম রায় (২৬)। তিনি ওই গ্রামের অধির রায়ের ছেলে।

ওই নারী বলেন, ‘‘আমার সঙ্গে অসিমের ১২ বছরের প্রেমের সম্পর্ক। নবম শ্রেণিতে পড়ার সময় আমাদের প্রেমের সম্পর্ক শুরু হয়। আমার ইচ্ছে না থাকা স্বত্বেও পরিবার প্রথমে একটি ছেলের সঙ্গে আমার বিয়ে দেয়। সেখানে সাত দিন থেকে চলে আসি। পরে আবার জোর করে বিয়ে দেওয়া হয়। সেখানে আমার একটি মেয়ে সন্তানের জন্ম হয়।’’

‘‘অসিম বলায় সে স্বামীকেও ডিভোর্স দিয়ে চলে আসি। এরপর বাবার বাড়িতে প্রায় তিন বছর ছিলাম। অসিম মাঝে মধ্যে এখানে আসা-যাওয়া করত। কিন্তু, তাকে বিয়ের কথা বললেই এড়িয়ে যেত। তিন বছর অপেক্ষার পরে অসিমের বাড়িতে অনশনে বসি। দুদিন অনশন করার পর অসিমের পরিবার বাধ্য হয়ে আমাদের বিয়ে দেয়।’’- যোগ করেন তিনি।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন বলেন, ‘‘এক সন্তানের জনীন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেছিল। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দুই পরিবারের সম্মতিতে ছেলে ও মেয়ের বিয়ে দিয়েছেন।’’

ঢাকা/তাওহিদুল/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়