ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

টেকনিক নয়, লিটনের কাছে পারফর্ম করাটাই গুরুত্বপূর্ণ

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৪, ১৬ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টেকনিক নয়, লিটনের কাছে পারফর্ম করাটাই গুরুত্বপূর্ণ

তার টেকনিক কিংবা প্রতিভা নিয়ে প্রশ্ন ছিল না কখনোই। টেকনিক্যালি বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান লিটন দাস। যে কারণে তার কাছে সবার প্রত্যাশাও থাকে বেশি। তবে টেকনিক বড় কোনো ব্যাপার নয় বলেই মনে করেন লিটন। তার কাছে পারফরম্যান্সটাই আসল।

গত বিপিএলটা লিটনের জন্য ভালো কাটেনি। তবে এবারের আসরে দারুণ খেলছেন। রাজশাহী রয়্যালসের ডানহাতি ওপেনার প্রথম দুই ম্যাচে করেছেন ৩৯ ও অপরাজিত ৪৪ রান। তবে কি গতবারের ব্যর্থতা পুষিয়ে দেওয়ার তাড়না থেকেই ভালো খেলছেন লিটন?

তিনি অবশ্য দাবি করলেন পেছনের ব্যাপার নিয়ে মাথা ঘামান না, ‘আমি তো পেছনের জিনিস নিয়ে চিন্তাই করছি না। আপনারাই (সাংবাদিক) পেছনের জিনিস নিয়ে আমাকে চিন্তা করাচ্ছেন।’

ভালো টেকনিকের কারণে তাকে ঘিরে সবার প্রত্যাশাও থাকে বেশি। লিটন যদিও এই কথার সঙ্গে একমত নন, ‘হাই ডিমান্ডিং, এটা ভুল কথা। কে বলেছে আপনাকে আমি হাই ডিমান্ডিং। টেকনিক, বেসিক এত কিছু না; পারফর্ম করলে সব ঠিক। পারফর্ম না করতে পারলে আমি কি খেলব? খেলব তো না।’

‘আপনি কি টেকনিক নিয়েই প্রত্যাশা করেন যে, লিটনের টেকনিক ভালো হবে প্রতি ম্যাচে খেলবে, তা তো করেন না। চিন্তা করেন পারফর্ম কবে করবে। আমি ওই চিন্তাই করি টেকনিক একটা জায়গায় থাকবে, পারফর্মটাই মূল’- যোগ করেন লিটন।

বড় ইনিংস খেলার লক্ষ্য নিয়ে জানতে চাইলে লিটন বলেন, ‘বড় ইনিংসের লক্ষ্য তো সব সময়ই সেট করা থাকে। টি-টোয়েন্টি খেলাটা এমন, শুরুতে ব্যাটিং করলে একটা অবস্থা থাকে। টার্গেট বড় হলে অবস্থা এক রকম থাকে। টার্গেট ছোট হলে অবস্থা আরেক রকম থাকে। যদি সুযোগ হয় এরকম বড় ইনিংস খেলার, আমি চাচ্ছি না যে একশ’ই মারতে হবে। দলের জন্য যেটুকু করার, সেটা করতে পারলেই আমি খুশি।’


চট্টগ্রাম/পরাগ/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়