ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় ফসলী জমিতে ব্যাপকহারে তামাক চাষ

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫১, ১৫ ফেব্রুয়ারি ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুষ্টিয়ায় ফসলী জমিতে ব্যাপকহারে তামাক চাষ

তামাক খেতে পরিচর্যায় ব্যাস্ত এক কৃষক (ছবি : কাঞ্চন কুমার)

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় বিষবৃক্ষ তামাক চাষ বৃদ্ধি পেয়েছে। চাষিরা অধিক লাভের আশায় তামাক চাষের প্রতি ঝুঁকে পড়েছেন। বিশেষ করে ট্যোবাকো কোম্পানিগুলো অগ্রিম টাকা দিয়ে কৃষকদের তামাক চাষে উদ্বুদ্ধ করায় তারা তামাক চাষে বেশি আগ্রহী হয়ে পড়ছেন।

তামাক চাষের ফলে জমির উর্বরতা শক্তি কমে যাওয়ায় ওই জমিতে অন্যান্য ফসল উৎপাদনে মারাত্মক বিপর্যয় দেখা দিচ্ছে বলে কৃষিবীদরা জানিয়েছেন।

জেলার বিভিন্ন যায়গায় ঘুরে দেখা গেছে, চাষিরা শাক-সবজি ও ধান চাষের ভরা মৌসুমে তামাক চাষে ব্যস্ত হয়ে পড়েছেন। জেলার মিরপুর, ভেড়ামারা ও দৌলতপুর উপজেলার বিস্তৃর্ণ জমিতে তামাকের চাষ বেড়ে যাওয়ায় ফসলি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে।

কৃষি বিশেষজ্ঞদের মতে, তামাক চাষের ফলে জমিতে এক ধরনের ক্ষতিকর ছত্রাক জন্ম নেয়। ফলে জমির উর্বরতা শক্তি কমে গিয়ে উৎপাদনও মারাত্মকভাবে হ্রাস পায়।

খোঁজ নিয়ে জানা যায়, উৎপাদিত তামাকের ওপর নির্ভর করে এ জেলায় গড়ে উঠেছে ডজন খানেক ট্যোবাকো কোম্পানি। কোম্পানিগুলো চাষিদের তামাক চাষ বাড়ানোর জন্য রীতিমত প্রতিযোগিতায় নেমেছে।

তামাকের বীজ-সার-কীটনাশক সবকিছুই ট্যোবাকো কোম্পানিগুলো চাষিদেরকে সরবরাহ করে থাকে। অগ্রীম টাকা দিয়ে তারা চাষিদের তামাক চাষ করায়। এ ছাড়া উৎপাদনের পর ওই তামাক তারাই ক্রয় করে।

অন্যদিকে, রবি মৌসুমে এক বিঘা জমিতে ডাল, তৈলবীজ, গম বা মসলা জাতীয় ফসল চাষ করে লাভ তো দূরের কথা ব্যয়ভার ওঠানোই কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। এ কারণে অন্যান্য ফসলের তুলনায় চাষিরা তামাক চাষের দিকেই বেশি ঝুঁকে পড়ছে।

 

 

 

রাইজিংবিডি/কুষ্টিয়া/১৫ ফেব্রুয়ারি ২০১৫/কাঞ্চন কুমার/সনি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়