ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইউপিডিএফের বিরুদ্ধে ৩ ক্ষুদ্র-নৃগোষ্ঠীকে হত্যার অভিযোগে চবিতে বিক্ষোভ

চবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫২, ৩০ অক্টোবর ২০২৫   আপডেট: ২২:২৯, ৩০ অক্টোবর ২০২৫
ইউপিডিএফের বিরুদ্ধে ৩ ক্ষুদ্র-নৃগোষ্ঠীকে হত্যার অভিযোগে চবিতে বিক্ষোভ

খাগড়াছড়ির গুইমারায় ক্ষুদ্র-নৃগোষ্ঠী সম্প্রদায়ের তিন নাগরিককে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

এতে বক্তব্য দেন, ২০২০-২১ শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী তারেক মনোয়ার, ২০২১-২২ শিক্ষাবর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের আব্দুল্লাহ আল রায়হান, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের আলামিন প্রমুখ।

এ সময় আলামিন বলেন, “একজন মারমা মেয়েকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে গত ২৭ সেপ্টেম্বর গুইমারার রামসু বাজারে সংঘর্ষে লিপ্ত পাহাড়ি, বাঙালি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত সেনাবাহিনীর উপর গুলিবর্ষণ করে ইউপিডিএফের সন্ত্রাসীরা। এতে গুলিবিদ্ধ হয়ে তিন সাধারণ পাহাড়ি মারা যান। পরে ওই মেয়ের মেডিকেল রিপোর্টে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি।”

তিনি বলেন, “নিজের জাতির লোকদেরই পরিকল্পিতভাবে হত্যার পেছনে উদ্দেশ্য ছিল, সহিংসতা ছড়িয়ে চট্টগ্রামকে উত্তপ্ত করে সেনাবাহিনী ও সরকারকে দেশ-বিদেশে প্রশ্নবিদ্ধ করা। যাতে তাদের রাজনৈতিক ফায়দা হাসিল হয়, যা তারা সবসময় করে আসছে।”

আব্দুল্লাহ আল রায়হান বলেন, “ইউপিডিএফসহ পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসীগুলোর কার্যক্রম শুধু আঞ্চলিক বা রাষ্ট্রীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিকভাবেও ছড়িয়ে গেছে। তারা নিজেদের রাজনৈতিক সংগঠন দাবি করে। বাংলাদেশের কোনো রাজনৈতিক সংগঠনের সশস্ত্র শাখা আছে? রাষ্ট্র কেন এখনো ইউপিডিএফকে নিষিদ্ধ করেনি?”

তিনি বলেন, “সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তিন পাহাড়ি যুবক আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমা হত্যার অবিলম্বে বিচার করতে হবে। পাহাড়ের মানুষের জীবনের মূল্য নেই- এই প্রতিষ্ঠিত ভাবনা থেকে রাষ্ট্রকে বের হয়ে আসতে হবে।”

তারেক মনোয়ার বলেন, “গত ২৭ সেপ্টেম্বর আমাদের তিন উপজাতি ভাইকে অন্যায়ভাবে হত্যা করেছে ইউপিডিএফ। এছাড়া, সেনাবাহিনীর তিন অফিসারসহ মোট ১০ সদস্যকে আহত করেছে তারা। এসব তাদের নিয়মিত কার্যক্রমের অংশ।”

তিনি বলেন, “পাহাড়ে সক্রিয় ইউপিডিএফ-জেএসএসসহ বিভিন্ন সন্ত্রাসীদদের অস্ত্রমুক্ত করে তাদের সমূলে উৎখাত করতে হবে। তারা শুধু বাঙালিদের ওপরই নির্যাতন চালায় না, সাধারণ পাহাড়িরাও নিয়মিত তাদের নির্যাতনের শিকার হচ্ছে।”

ঢাকা/মিজান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়