ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডাকসু নির্বাচন: শিবিরের প্রার্থীদের প্রার্থিতা বাতিলের দাবি ছাত্র ইউনিয়নের

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৭, ১৯ আগস্ট ২০২৫   আপডেট: ২১:২৮, ১৯ আগস্ট ২০২৫
ডাকসু নির্বাচন: শিবিরের প্রার্থীদের প্রার্থিতা বাতিলের দাবি ছাত্র ইউনিয়নের

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের প্রার্থীদের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছে শাখা ছাত্র ইউনিয়ন।

মঙ্গলবার (১৯ আগস্ট) ছাত্র ইউনিয়নের ঢাবি সংসদের যুগ্ন-আহ্বায়ক মাসুম রানা জয় এবং সালাউদ্দিন আম্মার নিলয় এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান। 

আরো পড়ুন:

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রশাসনের পক্ষ থেকে যখন গঠনতন্ত্র সংশোধনী চাওয়া হয়েছিল, তখন থেকেই আমরা বলে এসেছি- ডাকসু ও হল সংসদ ২০২৫ নির্বাচনে যুদ্ধাপরাধী, গণহত্যার দোসর, সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পর্কিত ও নিপীড়কদের প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া যাবে না।

স্বৈরাচারের পেটোয়া, সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক জুলিয়াস সিজার মনোনয়ন সংগ্রহের প্রথমদিনেই মনোনয়ন সংগ্রহ করেছে। বিতর্কের মুখে প্রার্থিতা বাতিলের ঘোষণা দেওয়া হলেও পরবর্তীতে তা পুনর্বহাল করেছে। আমরা অবিলম্বে জুলিয়াস সিজারের প্রার্থিতা বাতিলের দাবি জানাই।

বিবৃতিতে তারা বলেন, ডাকসু গঠনতন্ত্রে উল্লেখ আছে এই সংসদ মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত হবে। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী, যুদ্ধাপরাধী, গণহত্যার দোসর ইসলামী ছাত্র সংঘের সরাসরি উত্তরাধিকার ইসলামী ছাত্র শিবির ডাকসুতে নির্বাচন করার সুযোগ পাওয়ার কথা না। তারপরও ইসলামী ছাত্রশিবিরের প্রতি বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক ধরনের পক্ষপাত লক্ষ্য করা গেছে।

পরিবেশ পরিষদের সিদ্ধান্তকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার ইসলামী ছাত্রশিবিরকে বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার সুযোগ করে দিয়েছে। আমরা ইসলামী ছাত্রশিবিরের প্রার্থীদেরও প্রার্থিতা বাতিলের দাবি জানাই। যুদ্ধাপরাধী, গণহত্যার দোসর, সন্ত্রাসী সংগঠনের ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করার নৈতিক অধিকার নেই।

নেতৃবৃন্দ স্বৈরাচারের দোসরদের ডাকসু নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশন থেকে বাদ দেওয়ারও দাবি জানান।

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়