ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডাকসু নির্বাচন: ভিপি প্রার্থী আবিদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৮, ২৪ আগস্ট ২০২৫   আপডেট: ২০:৪৮, ২৪ আগস্ট ২০২৫
ডাকসু নির্বাচন: ভিপি প্রার্থী আবিদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের মনোনীত সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

ডাকসু ও হল সংসদ নির্বাচনী আচরণবিধি অনুয়ায়ী, হলের রিডিংরুমে কোনো নির্বাচনী প্রচার চালানো যাবে না। কিন্তু আবিদকে আবাসিক হলের রিডিংরুমে (পাঠকক্ষ) প্রবেশ করে নির্বাচনী প্রচার চালাতে দেখা গেছে। 

আরো পড়ুন:

আবিদুল ইসলাম খানের জসিম উদ্দিন হলের রিডিংরুমে প্রচার কার্যক্রম চালানোর এমন একটি ভিডিও এই প্রতিবেদকের হাতে এসেছে।

সেখানে দেখা যায়, আবিদুল ইসলাম আবাসিক হলের রিডিংরুমে প্রবেশ করে সেখানে পড়তে থাকা শিক্ষার্থীদের সঙ্গে করমর্দন করছেন। যতজন শিক্ষার্থী রিডিং রুমে পড়ছিলেন, সবার কাছে গিয়ে তিনি নিজের পরিচয় দিয়ে দোয়া চান। এসময় তাকে কয়েকজনের সঙ্গে কোলাকুলিও করতে দেখা যায়।

ডাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর নির্বাচনী বিধিমালা ৬ এর (চ) অনুযায়ী, পাঠদান ও পরীক্ষা কার্যক্রম ব্যাহত হতে পারে এমন কোনো স্থানে (যেমন-শ্রেণিকক্ষ, পাঠকক্ষ, পরীক্ষার হল ইত্যাদি) সভা/সমাবেশ বা নির্বাচনী প্রচার চালানো যাবে না। শ্রেণিকক্ষের ভিতরে ও করিডোরে মিছিল করা যাবে না।

এই বিধিমালা অনুযায়ী ছাত্রদলের সহ-সভাপতি পদপ্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন।

এদিকে, নির্বাচনী বিধিমালা ১৭ ধারা অনুযায়ী, কোনো প্রার্থী বা তার পক্ষে কেউ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানা, প্রার্থীতা বাতিল অথবা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার অথবা রাষ্ট্রীয়/বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী অন্য যেকোনো দণ্ডে দণ্ডিত হবেন।

অভিযুক্ত ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, “আপনাদের করা অভিযোগ কোনো অভিযোগের মধ্যেই পড়ে না। আমরা সুশৃঙ্খলভাবে নির্বাচনী কাজ করে যাচ্ছি। আমরা প্রচার শুরুই করিনি, এতেই তাদের এই অবস্থা। ৫ আগস্টের পর যারা গুপ্ত রাজনীতি করে যাচ্ছে, তারাই ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার অপচেষ্টা করেছে। পরে তারাই আবার প্রকাশ্যে এসেছে।”

তিনি বলেন, “তারা ঢাবির মাটিতে রাজাকার শব্দকে ভুলভাবে উপস্থাপন করেছে। টিএসসিতে স্বীকৃতি রাজাকারদের ছবি টানিয়েছে। রোকেয়া হলের বিভিন্ন গ্রুপের ছাত্রদলের মেয়েদের হেনস্থা করা হয়েছে। রোকেয়া হল ছাত্রলীগের নেত্রী আতিকাকে যেভাবে বের করা হয়েছে, আমাদের মেয়েদের নাকি সেভাবে হেনস্থা করা হবে। প্রশাসনকে বলব আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন।”

এ বিষয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, “কেউ যদি আমাদের কাছে লিখিত অভিযোগ করে, তাহলে আমরা তদন্ত সাপেক্ষে সেটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।”

ঢাকা/সৌরভ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়