ডাকসু নির্বাচন: জাতীয় কবির কবর জিয়ারত করে ইসলামী ছাত্র আন্দোলনের প্রচার শুরু
ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারতের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রচার শুরু করেছে ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত প্যানেল ‘সচেতন শিক্ষার্থী সংসদ’।
মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অবস্থিত কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন সংগঠনটির নেতাকর্মীরা।
এরপর তারা সোশ্যাল সায়েন্স ভবনের সামনে, দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় লাইব্রেরি ও কলাভবন এলাকা, ১টায় মলচত্বর এলাকা ও বিকেল সোয়া ৫টা থেকে মাগরিব পর্যন্ত জগন্নাথ হলে প্রচারণা চালাবেন তারা।
এছাড়া সন্ধ্যা সাড়ে ৭টায় সলিমুল্লাহ মুসলিম হলে প্রচার চালাবেন তারা। পরে রাত ৯টায় জহুরুল হক হলের টিনশেড মসজিদে এশার নামাজ আদায় করবেন এবং প্রচার চালাবেন নেতাকর্মীরা।
ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাইফ মুহম্মদ আলাউদ্দিন বলেন, “আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারতের মধ্য দিয়ে আমাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছি। ইনশাআল্লাহ আজ দিনব্যপী এটি চলমান থাকবে। শিক্ষার্থীদের কাছে গিয়ে গিয়ে তাদের মতামত জানতে চাইব।”
ঢাকা/সৌরভ/মেহেদী