ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডাকসু নির্বাচন: সব ব্যানার-ফেস্টুন সরিয়ে নেওয়ার নির্দেশ

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩০, ২৬ আগস্ট ২০২৫  
ডাকসু নির্বাচন: সব ব্যানার-ফেস্টুন সরিয়ে নেওয়ার নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে টানানো ফেস্টুন, ব্যানার, পোস্টার সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) এক অতি জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেন চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দীন।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আচরণবিধির ধারা-৭(ক) অনুযায়ী নির্বাচনী প্রচারণার জন্য কেবলমাত্র সাদা কালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ছাপানো ও বিলি করা যাবে। পিভিসি/কাপড় বা অন্য কোনো মাধ্যমে ছাপানো বা লেখা ব্যানার/ফেস্টুন/বোর্ড টাঙানো যাবে না।

বিজ্ঞপ্তিটা আরো বলা হয়, যেসব প্রার্থী ইতোমধ্যে ব্যানার/ফেস্টুন/বোর্ড টাঙিয়ে প্রচার চালাচ্ছে, তাদের অনতিবিলম্বে তা সরিয়ে নেওয়ার জন্য বলা হচ্ছে।

ঢাকা/সৌরভ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়