ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অনলাইনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ক্যাম্পাস ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৬, ১৮ নভেম্বর ২০২০  
অনলাইনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

করোনাভাইরাস মহামারীর কারণে বন্ধ স্কুল। ক্লাস-পরীক্ষা সব থেমে আছে। এমন দুর্যোগময় সময়ে ক্রীড়া প্রতিযোগিতা কি হবে? হচ্ছে, তবে অনলাইনে।

ইন্দোনেশিয়ায় দেশটির শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে শিক্ষার্থীদের বার্ষিক অনলাইন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। দেশটির সংবাদমাধ্যম জাকার্তা পোস্ট জানিয়েছে, করোনাভাইরাসের কারণে এবার শুধু দুইটি ইভেন্টে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা।

দেশটির শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের শিশুশিক্ষা ও মাধ্যমিক শিক্ষাসচিব জুমেরি বলেছেন, ‘আমরা মহামারী হলেও শিশুদের বিকাশের উপর জোর দিচ্ছি। এই দুঃসময়ে খেলাধুলায় অংশগ্রহণ তাদের মাঝে নতুন উদ্যম তৈরি করবে।’

নভেম্বরের ১৬ তারিখ থেকে শুরু হয়ে ডিসেম্বরের ৭ তারিখ পর্যন্ত চলবে এই ক্রীড়া প্রতিযোগিতা। প্রাথমিক ও মাধ্যমিক এই দুই বিভাগে ভাগ হয়ে শিক্ষার্থীর প্রতিযোগীতায় অংশ নিচ্ছে। 

ঢাকা/নোবেল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়