ঢাকা     সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

জবি রোভার স্কাউটসের পরিভ্রমণের উদ্বোধন

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৭, ২৮ জানুয়ারি ২০২১   আপডেট: ১৬:১৯, ২৮ জানুয়ারি ২০২১
জবি রোভার স্কাউটসের পরিভ্রমণের উদ্বোধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের পরিভ্রমণ ২০২১-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন রোভার স্কাউট গ্রুপের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। 

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় পরিভ্রমণকারী দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পরিভ্রমণ-২০২১ উদ্বোধন ঘোষণা করেন তিনি। 

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ ও গ্রুপ সম্পাদক অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকার। এছাড়াও ছিলেন রোভার ইন কাউন্সিলের সভাপতি কামরুল হাসান, সহ-সভাপতি আনোয়ার হোসেনসহ অন্য রোভাররা।  

জবি রোভার স্কাউট গ্রুপের তিনজন রোভার ও তিনজন গার্ল ইন রোভার দুইটি দলে আগামী ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি ২০২১, পাঁচ দিনব্যাপী শ্রীমঙ্গল থেকে জাফলংয়ে ১৫০ কিলোমিটার পায়ে হেঁটে যাত্রা করবেন। 

তারা শ্রীমঙ্গল, ফেঞ্চুগঞ্জ, সিলেট, জৈন্তাপুর ও জাফলং পায়ে হেঁটে পরিভ্রমণ করবেন। এসময় তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস পরিদর্শন করবেন ও বিশেষ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

জবি/মাহি 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়