ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন

বশেমুরবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৬, ২৪ মে ২০২১  
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন

অবিলম্বে হল ও ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (২৪ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শতাধিক শিক্ষার্থী এ মানববন্ধনে অংশ নেন।

এসময় শিক্ষার্থীরা, শিক্ষামন্ত্রীর চলমান ঘোষণা প্রত্যাহার করেন। প্ল্যাকার্ড হাতে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরেন।

শিক্ষার্থীরা বলেন, বর্তমান করোনা পরিস্থিতে সব অফিস-আদালত, কলকারখানা খোলা আছে, সেখান থেকে ভাইরাস না ছড়ালে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেন ছড়াবে? শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আমরা হতাশাগ্রস্ত, তার চেয়েও বেশি হতাশাগ্রস্ত আমাদের পরিবার। যেখানে পড়ালেখা শেষ করে পরিবারের হাল ধরবো, সেখানে আমরা দীর্ঘ এক বছর যাবত বেকার হয়ে ঘুরতেছি। 

তারা আরও বলেন, আমরা আর অনলাইন ক্লাস-পরীক্ষা নামক প্রহসন চাই না, সরাসরি ক্লাসে উপস্থিত হতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বিনীত অনুরোধ, অবিলম্বে হল-ক্যাম্পাসসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন।

এপ্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. একিউএম মাহবুব বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন করার অধিকার রয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ না এলে এত দিনে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া যেত। তবে আমি আশা করছি, সরকার দ্রুতই শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করবে।’

রাশিদুল/মাহি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়