ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শুরু হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় কুইজ প্রতিযোগিতা 

আবু সাইদ ইমরান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪১, ৭ আগস্ট ২০২১  
শুরু হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় কুইজ প্রতিযোগিতা 

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, মুক্তি সেখানে অনিশ্চিত। জ্ঞানের আলোই আমাদের নিয়ে যেতে পারে সমৃদ্ধির চরম উচ্চতায়। তাই এই বাসনাকে জাগ্রত করতে ‌‘Spread your knowledge, Quench your thirst’ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা বিশ্ববিদ্যালয় রোটার‍্যাক্ট ক্লাব আয়োজন করতে যাচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় কুইজ প্রতিযোগিতা ‘Thirst Optimists 2.0’। 

এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ মেডিক্যাল এবং ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা।

আরো পড়ুন:

কুইজের বিষয়াবলি

১. বাংলাদেশের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও অভ্যুদয়, ২. মানসিক দক্ষতা, ৩. সাধারণ বিজ্ঞান, ৪. কোভিড-১৯/ করোনাভাইরাস ও ভ্যাক্সিনেশন, ৫. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ৬. খেলাধুলা, ৭. বাংলাদেশের বিশিষ্ঠ ব্যক্তিবর্গ, ৮. বিশ্ব রাজনীতি, ৯. রোটারি ইন্টারন্যাশনাল, ১০. বাংলাদেশের সংস্কৃতি (ভাস্কর্য, স্থাপনা, নৃ-গোষ্ঠী)

পুরস্কার হিসেবে থাকছে প্রাইজ মানি, অনলাইন ভাউচার, ক্রেস্ট এবং সার্টিফিকেট।

বিশেষ নিয়মাবলি/নির্দেশনা

১. শুধু স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত কেউ বিবেচিত হবেন না। ২. পুরো আয়োজনটি অনলাইনে হবে। এক্ষেত্রে প্রয়োজনীয় ইন্টারনেট সুবিধা এবং স্মার্টফোন বা ল্যাপটপ/কম্পিউটার অত্যাবশ্যকীয়। ৩. একক ভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। ৪. প্রাথমিক পর্যায়ে কুইজ গুগল ফরমে অনুষ্ঠিত হবে। ৫. পুরো প্রোগ্রামের তত্ত্বাবধানে থাকা কর্তৃপক্ষ যে কোনো সময় যে কোন প্রয়োজনে কুইজের সব ধরনের পরিবর্তন, পরিবর্ধন এবং প্রার্থীর বিষয়ে যেকোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার সংরক্ষণ করে।

রেজিস্ট্রেশন ফি ২৫ টাকা মাত্র। এক্ষেত্রে ইভেন্ট শেষে উদ্বৃত্ত টাকা জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হবে। ক্লাব কর্তৃক বর্তমানে জরুরি অক্সিজেন সিলিন্ডার প্রদানের কার্যক্রম চলমান রয়েছে খুলনা শহরজুড়ে। বিস্তারিত জানতে চোখ রাখুন ক্লাবের অফিশিয়াল ফেসবুক পেজে- www.facebook.com/Rotaract.ku/

রেজিস্ট্রেশনের লিঙ্ক- thirstoptimists2.xyz/register.php

রেজিস্ট্রেশনের শেষ সময়- ৩০ আগস্ট ২০২১। প্রতিযোগিতার সম্ভাব্য তারিখ ২ সেপ্টেম্বর ২০২১ থেকে ৫ সেপ্টেম্বর ২০২১।

ইভেন্ট লিঙ্ক- https://fb.me/e/KxFch0Y3

যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন- মো. মুহিবুল হাসান মুনশাদ, ভাইস প্রেসিডেন্ট, রোটার‍্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি।  মোবাইল নম্বর- ০১৭৩৫৯৭৭৬৮৮। 

অথবা- সাদিয়া তাবাসসুম, প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর, রোটার‍্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি।  মোবাইল নম্বর- ০১৩১৬০৩৬৯৯৩। 

খুবি/ফারহান/মাহি 

সর্বশেষ

পাঠকপ্রিয়