ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাছতলায় প্রতীকী ক্লাস নিলেন রাবি শিক্ষক

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১২, ১৬ আগস্ট ২০২১   আপডেট: ১৬:১৫, ১৬ আগস্ট ২০২১
গাছতলায় প্রতীকী ক্লাস নিলেন রাবি শিক্ষক

ক্যাম্পাসের গাছতলায় সশরীরে ‘প্রতীকী ক্লাস’ নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন। 

সোমবার (১৬ আগস্ট) দুপুরে স্বাস্থ্যবিধি মেনে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের পাশে মেহগনি বাগানে তিনি এই ক্লাস নেন।

আরো পড়ুন:

ক্লাসে ড. আল মামুন ‘মিডিয়া ও ক্ষমতা’ নিয়ে আলোচনা করেন। পরে নৃবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক বখতিয়ার আহমেদ এবং ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম সংহতি জানিয়ে কথা বলেন। সেখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১৪-১৫ জন সাবেক ও বর্তমান শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এসময় আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, এভাবে দেশের শিক্ষাব্যবস্থা চলতে পারে না। করোনাকালে শিক্ষা ও শিক্ষাব্যবস্থা নিয়ে সরকারের যে ভাবনা, আমি মনে করি তা অযৌক্তিক। এটা নিয়ে সরকারের ভাবা উচিৎ, অন্যদের সঙ্গে কথা বলা উচিৎ। কিন্তু তারা সেটা ভাবছেও না। তারা কেবল নিজেরা এক জায়গায় বসে সিদ্ধান্ত নিচ্ছেন। এটা থেকে সরে এসে ভাবা দরকার যে, শিক্ষক-শিক্ষার্থীরা কী ভাবছেন। তাই আমরা এভাবে প্রতীকীভাবে ক্লাস চালিয়ে যাব।

এর আগে গত শুক্র ও শনিবার ফেসবুকে প্রথমে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন ক্যাম্পাসে সশরীরে ক্লাস নেওয়ার ঘোষণা দেন। পরে আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ ও ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম ক্লাস নেওয়ার বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন। 

অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন ফেসবুকে জানান, তিনি বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত বিভাগে শিক্ষার্থীরা এলে তাদের সঙ্গে একাডেমিক বিষয়ে আলোচনা করবেন।

প্রসঙ্গত, করোনা সংক্রমণের পর থেকে এখনো পর্যন্ত প্রায় ১৭ মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সরকারের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার একাধিক তারিখ দিলেও পরে তা বাতিল করা হয়। সর্বশেষ ৩১ আগস্ট পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে।

সাইফুর/মাহি 

সর্বশেষ

পাঠকপ্রিয়