ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইবির ৬ বিভাগে নতুন সভাপতি 

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১০, ২৩ সেপ্টেম্বর ২০২১  
ইবির ৬ বিভাগে নতুন সভাপতি 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছয়টি বিভাগে নতুন সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে। তারা পরবর্তী ৩ বছর দায়িত্ব পালন করবেন।  

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে এতথ্য জানা যায়। 

আরো পড়ুন:

নিয়োগপ্রাপ্ত নতুন সভাপতিরা হলেন ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে সাহিদা আখতার আশা, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে রফিকুল ইসলাম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে শিমুল রায়।

এছাড়াও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে এ এইচ এম নাহিদ, সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগে শ্যাম সুন্দর সরকার এবং এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগে ইনজামুল হক। তারা বিভাগের সিনিয়র শিক্ষক ও সহকারী অধ্যাপক।

নতুন নিয়োগপ্রাপ্ত সভাপতিরা ২২ সেপ্টেম্বর নিজ নিজ বিভাগে যোগদান করেছেন। যোগদানকালে বিভাগকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তারা।

উল্লেখ্য, এই ছয়টি বিভাগে কোনো সহকারী অধ্যাপক না থাকায় বিভাগীয় ডিন ও অন্য বিভাগের শিক্ষকরা সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। সর্বশেষ সিন্ডিকেট সভায় বিভাগের শিক্ষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি  হওয়ায় জ্যেষ্ঠতার ভিত্তিতে এসব দায়িত্ব পেয়েছেন।

নাহিদ/মাহি 

সর্বশেষ

পাঠকপ্রিয়