ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নজরুল বিশ্ববিদ্যালয়ে কবি নজরুলের ১২৪তম জন্মজয়ন্তী উদযাপন

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৯, ২৫ মে ২০২৩  
নজরুল বিশ্ববিদ্যালয়ে কবি নজরুলের ১২৪তম জন্মজয়ন্তী উদযাপন

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কবি নজরুলের ১২৪তম জন্মজয়ন্তী উপলক্ষে ‘বঙ্গবন্ধুর বাংলাদেশে নজরুল’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ মে) বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। 

এ সময় প্রতিমন্ত্রী বলেন, কবি কাজী নজরুল ইসলাম প্রেম ও দ্রোহের কবি, সাম্য, মানবতা, অসাম্প্রদায়িক কবি। বৈষম্যহীন, অসাম্প্রদায়িক সমাজ ও সংস্কৃতি এবং রাজনীতি নির্মাণের ক্ষেত্রে তিনি একজন অনন্য ব্যক্তিত্ব। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর, প্রশাসনিক কর্মকর্তাগণসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

মিলন/ফিরোজ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়