ডিআইইউ ও জেআইএস বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
ডিআইইউ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও ভারতের পশ্চিমবঙ্গের জেআইএস বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি জেআইএস বিশ্ববিদ্যালয়ে ডিআইইউ উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম এবং জেআইএস উপাচার্য অধ্যাপক ড. ভবেশ ভট্টাচার্য নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
ডিআইইউ ও জেআইএসের মধ্যকার সমঝোতা স্মারকের উদ্দেশ্য- উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা বিনিময়, যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী এবং জ্ঞান আদান-প্রদান।
এ সময় ডিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ও তিন সদস্যের শিক্ষকদের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
এ সময় ডিআইইউ চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘এ উদ্যোগের ফলে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও জেআইএস’র মধ্যে সেতুবন্ধন স্থাপিত হলো। এতে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপকৃত হবেন। দুই বাংলার এই দুই স্বনামধন্য বিশ্ববিদ্যালয় উভয় দেশের কল্যাণে কাজ করবে।’
কাওছার আলী/ফিরোজ
আরো পড়ুন