ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুবি শিক্ষার্থীদের সচেতনতামূলক ক্যাম্পেইন

কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫২, ২৬ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ২১:০২, ২৬ সেপ্টেম্বর ২০২৩
কুবি শিক্ষার্থীদের সচেতনতামূলক ক্যাম্পেইন

‘প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক, বিপদ আনবে সাংঘাতিক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অ্যান্টিবায়োটিকের সচেতন ব্যবহার সম্পর্কে একটি ক্যাম্পেইন পরিচালনা করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪তম আবর্তনের শিক্ষার্থীরা।

জনসংযোগ কোর্সের আওতায় গত ১৫ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত কুমিল্লার সালমানপুরের বিভিন্ন এলাকায় অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সের বিরুদ্ধে সচেতনতামূলক এই ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

অ্যান্টিবায়োটিক সচেতনতামূলক ক্যাম্পেইনের জন্য সালমানপুর গ্রামকে বেছে নেওয়ার কারণ হিসেবে শিক্ষার্থীরা জানান, সালমানপুর গ্রাম এলাকা হওয়ায় এখানে বড় কোনো হাসপাতাল নেই। এখানকার সাধারণ মানুষ ছোট বড় সব রোগের ক্ষেত্রে কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়াই ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক কিনে এনে খাওয়া শুরু করে। চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খেলে বা অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খেলে শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি তৈরি হয়। এছাড়া অ্যান্টিবায়োটিকের কোর্স সম্পূর্ণ না করা হলেও ব্যাকটেরিয়া ধ্বংস না হয়ে উল্টো আরো শক্তিশালী হয়ে উঠে। ফলে অ্যান্টিবায়োটিক ওষুধ খেলেও রোগ আর সারে না।

ক্যাম্পেইনের মাধ্যমে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বিষয়টির পাশাপাশি ছোট-বড় বিভিন্ন রোগে করণীয় বিষয়গুলো সম্পর্কেও জনসাধারণকে অবগত করা হয়।

এমদাদুল হক/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়