ঢাকা     মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৭ ১৪৩১

পরিবার ছাড়াই কাটবে তাদের ঈদ

কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৭, ৮ এপ্রিল ২০২৪   আপডেট: ১৫:২৫, ৮ এপ্রিল ২০২৪
পরিবার ছাড়াই কাটবে তাদের ঈদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার, খেলার মাঠ, মূল ফটক, মুক্তমঞ্চ কিংবা গোলচত্ত্বরে এখন আর নেই প্রাণোচ্ছল আড্ডা। সবখানে সুনসান নীরবতা।

মুসলমানদের জন্য বছরে সবচেয়ে বড় দুটি উৎসবের একটি ঈদুল ফিতর। দুদিন পরই ঈদ। এ ঈদ উপলক্ষে দায়িত্ব পালনের দায়বদ্ধতা থেকে পরিবারের সঙ্গে ঈদ আনন্দকে বিসর্জন দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নিরাপদ রাখছে নিরাপত্তাকর্মীরা। তাদের এ ত্যাগই মনে করিয়ে দেয়, মানুষ একে অপরের জন্য।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ২৮ মার্চ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর থেকে নাড়ির টানে বাড়ি ফিরতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তারা ব্যস্ত থাকলেও ব্যতিক্রম নিরাপত্তাকর্মীদের ক্ষেত্রে। তাদের দায়িত্ব পালন করতে হবে ঈদের দিনেও। পরিবারের  সঙ্গে ঈদ উদযাপনে অংশ নিতে পারবেন না তারা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নিরাপত্তা কর্মীদের ২২ জন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব এবং ৪৯ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছে। এর মধ্যে ঈদের ছুটি পেয়েছেন মাত্র ৮ জন। তবে বিশ্ববিদ্যালয়ের ২২ জন সদস্যের প্রত্যেকে সপ্তাহে একদিন ছুটি ভোগ করবে।

ঈদে বাড়ি ফেরা নিয়ে কথা হলো আনসার সদস্য মোহাম্মদ জামাল মিয়া সঙ্গে। তিনি একটু হতাশ হয়েই বলতে শুরু করলেন, 'বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বের কারণে এখনও এখানেই আছি। পরিবার কিছুটা সমস্যায় দিন কাটাচ্ছে। তবুও দায়িত্বের কারণে যেতে পারছি না। এবারের ঈদ পরিবার-পরিজন ছাড়াই এখানে করতে হবে। মন তো খারাপ হয়ই কিছুটা, কিন্তু কিছু করার নেই।'

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান কর্মকর্তা সাদেক হোসেন মজুমদার বলেন, 'পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তাদের বিশেষ খাবারের জন্য আমরা ৩০০ টাকা করে ভাতার ব্যবস্থা করেছি। ক্যাম্পাসের নিরাপত্তার কথা বিবেচনা করে সবাইকে একসঙ্গে ছুটি দেওয়া সম্ভব না। ঈদের পর রোটেশন অনুযায়ী ছুটির ব্যবস্থা হবে।' 

/এমদাদুল/মেহেদী/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়