ঢাকা     মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৭ ১৪৩১

রাবির বধ্যভূমি এলাকা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৮, ১৫ এপ্রিল ২০২৪   আপডেট: ১১:৪৮, ১৫ এপ্রিল ২০২৪
রাবির বধ্যভূমি এলাকা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বধ্যভূমি সংলগ্ন মেহগনি বাগানে (হরিজন পল্লি) গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৪ এপ্রিল) রাত আনুমানিক পৌঁনে ১২টার দিকে স্থানীয়রা মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক।

নিহত ফারুক (৪৮) রাজশাহীর রাজপাড়া এলাকার কাজী হাটার বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। পরে মরদেহটি উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত ঘটনা নিশ্চিতে তদন্ত চলছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক পারভেজ বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে। এ বিষয়ে নিহতের পরিবার একটি মামলা করেছে।

/শাকিবুল/মেহেদী/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়