ঢাকা     মঙ্গলবার   ২১ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

তীব্র দাবদাহে জবিতে সপ্তাহে ৪ দিন সশরীরে ক্লাস

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪১, ৩০ এপ্রিল ২০২৪   আপডেট: ১৯:৪৭, ৩০ এপ্রিল ২০২৪
তীব্র দাবদাহে জবিতে সপ্তাহে ৪ দিন সশরীরে ক্লাস

তীব্র তাপপ্রবাহের কারণে দুই সপ্তাহ অনলাইনে ক্লাস চলার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন সিদ্ধান্তে পরিবর্তন এনেছে। আগামী রোববার থেকে সপ্তাহে চারদিন সশরীরে এবং শুধু মঙ্গলবার অনলাইনে ক্লাস নেওয়া ঘোষণা দিয়েছে। একই সঙ্গে প্রতিদিন দপুর ২টার মধ্যে সব ধরনের শ্রেণি কার্যক্রম শেষ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমের সভাপতিত্বে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন জবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আইনুল ইসলাম।

রেজিস্ট্রার বলেন, আগামী রবিবার থেকে সপ্তাহে চারদিন সশরীরে ক্লাস-পরীক্ষা চলবে। শুধু মঙ্গলবার অনলাইনে ক্লাস হবে।

এর আগে, দেশে চলমান তাপদাহের কারণে স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে গত ২২ এপ্রিল থেকে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন।

/লিমন/মেহেদী/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়