কুবিতে রোববার খুলবে হল, ১২ তারিখ থেকে অনলাইন ক্লাস
কুবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১১:৩৩, ৮ আগস্ট ২০২৪
আপডেট: ১১:৩৬, ৮ আগস্ট ২০২৪
আগামী রোববার (১১ আগস্ট) থেকে খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবাসিক হলগুলো। পাশাপাশি ১২ আগস্ট থেকে অনলাইনে ক্লাস ও ২৫ আগস্ট থেকে শুরু হবে সশরীরে ক্লাস ও পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের ৯৯তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার (৭ আগস্ট) রাত সাড়ে ১০টায় সিন্ডিকেটে সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।
তিনি জানান, শুধুমাত্র বৈধ শিক্ষার্থীরাই আবাসিক হলগুলোতে থাকতে পারবেন। ছাত্রত্বহীন কেউ থাকতে পারবেন না। পাশাপাশি মেধার ভিত্তিতে হলের সীট বণ্টন করা হবে।
উল্লেখ্য, এর আগে গত ১৭ জুলাই ৯৮তম জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় বন্ধ করা হয়।
এমদাদুল/ইমন