ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জবিতে খুলেছে ছাত্রী হল, ১৮ আগস্ট থেকে ক্লাস শুরু

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৭, ৮ আগস্ট ২০২৪  
জবিতে খুলেছে ছাত্রী হল, ১৮ আগস্ট থেকে ক্লাস শুরু

সারাদেশে বৈষম্যবিরোধী আন্দোলন সফল হওয়ার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) একমাত্র ছাত্রী হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হল খুলে দেওয়া হয়েছে। এছাড়া আগামী ১৮ আগস্ট (রোববার) থেকে অনলাইনে ক্লাস শুরু হলেও সশরীরে করে থেকে ক্লাস শুরু হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে এ বিষয়গুলো রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম।

তিনি বলেন, চলমান পরিস্থিতি বিবেচনা করে অনলাইন ক্লাস শুরু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৮ আগস্ট থেকে অনলাইনে ক্লাস শুরু হবে। অফলাইনে ক্লাসের বিষয়ে ডিন, চেয়ারম্যান ও আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

লোক প্রশাসন বিভাগের অনামিকা শিকদার হলের আবাসিক শিক্ষার্থী। তিনি বলেন, আন্দোলনের পর আমাদের হলে প্রবেশ শুরু হয়েছে। আজকে থেকে হল খুলে দেওয়া হয়েছে এবং সবাই ধীরে ধীরে গ্রামের বাসা থেকে হলে আসা শুরু করেছেন। 

হল খোলার ব্যাপারে জানতে চেয়ে প্রাধ্যক্ষ দীপিকা রাণী সরকার কল দিলে তার এক শুভাকাঙ্ক্ষী রিসিভ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়া হয়েছে। কিন্তু তিনি বাসায় নেই। তার পরিবারের একজন অসুস্থ। তিনি তাকে দেখতে হাসপাতালে গেছেন।

/লিমন/মেহেদী/

সর্বশেষ

পাঠকপ্রিয়