ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘রাষ্ট্র সংস্কারে’ গবি শিক্ষার্থীদের দিনব্যাপী কর্মসূচি

গবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৩, ৮ আগস্ট ২০২৪   আপডেট: ২২:৪১, ৮ আগস্ট ২০২৪
‘রাষ্ট্র সংস্কারে’ গবি শিক্ষার্থীদের দিনব্যাপী কর্মসূচি

দেশজুড়ে চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছেন গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকেই গণভবন পরিষ্কার, জাতীয় সম্পদ রক্ষা, ট্রাফিক নিয়ন্ত্রণসহ চাঁদাবাজি রুখতে অবস্থান কর্মসূচি পরিচালনা করেন তারা।

জানা গেছে, সরকার পতনের পরই দেশে শুরু হয় অস্থিতিশীল অবস্থা। উত্তেজিত জনতা গণভবন, সংসদ ভবন, বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনাসহ বিভিন্ন স্থানে ভাংচুর চালান। ধ্বংসযজ্ঞ থেকে পুনরুদ্ধার করতেই পুনরায় মাঠে নেমেছে শিক্ষার্থীরা।

সকালে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০ জন শিক্ষার্থীর একটি টিম গণভবন পরিষ্কারের কাজে অংশগ্রহণ করেন।

অন্যদিকে, সাভারের নবীনগর এলাকার ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণে দিনব্যাপী কাজ করেছেন অন্য একটি দল। শিক্ষার্থীরা দায়িত্ব হাতে নেওয়ার পর থেকেই ট্রাফিক ব্যাবস্থাপনা নিয়ন্ত্রণে এসেছে। দায়িত্বশীল শিক্ষার্থীদের দুপুরে খাবার-পানি এবং ছাতা দিয়ে সহযোগিতা করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

দুপুরে বিশ্ববিদ্যালয়টির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বর্বর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অতিদ্রুত ট্রাইব্যুনাল গঠন করে বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এ সময় আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর রাষ্ট্রীয় পয়সায় কেনা অস্ত্র চালানো এবং হত্যাকারীদের বিচারের দাবিতে দ্রুত ট্রাইবুনাল গঠন করে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান তারা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মবিরতি ঘোষণার পর থেকেই এক দল সুবিধাবাদী চক্র সক্রিয়ভাবে বিভিন্ন স্থানে চাঁদবাজি করছে। দূর্বৃত্তদের রুখে দিতে সমন্বয়কদের নির্দেশনা অনুযায়ী নবীনগর, পল্লী বিদ্যুৎ, আশুলিয়াসহ বিভিন্ন জায়গায় নিরাপত্তা কার্যক্রমসহ জনসচেতনতা নিশ্চিতে মাঠে নেমেছে আরেকটি দল।

বিভিন্ন স্থানে দায়িত্বরত শিক্ষার্থীরা জানান, আমাদের রাষ্ট্রীয় সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের। বিভিন্ন স্থানে উত্তেজিত জনতা কিছু অপ্রত্যাশিত কাজ করেছেন, যা অনুচিত ছিল। তবে এখন আমরা সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিতভাবে এ ক্ষতি কাটিয়ে উঠবো এবং দেশকে সুন্দরভাবে গড়ে তুলবো। দিনব্যাপী কর্মসূচির পাশাপাশি রাতেও জননিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন জায়গায় মহড়া দেওয়া হবে বলেও জানান তারা।

উল্লেখ্য, দেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সংহতি জানিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন গবি শিক্ষার্থীরা।

/সানজিদা/মেহেদী/

সর্বশেষ

পাঠকপ্রিয়