ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কোষাধ্যক্ষের নেতৃত্বে হল উদ্ধারের ডাক জবি সমন্বয়কের

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৮, ১২ আগস্ট ২০২৪  
কোষাধ্যক্ষের নেতৃত্বে হল উদ্ধারের ডাক জবি সমন্বয়কের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবীর চৌধুরীর নেতৃত্বে আগামীকাল মঙ্গলবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের দখলকৃত হল উদ্ধারের ডাক দেওয়া হয়েছে।

সোমবার (১২ আগস্ট) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নুর নবী এ আহ্বান করেন।

তিনি বলেন, জবি কোষাধ্যক্ষ তার স্বপদে বহাল থাকবেন। তার নেতৃত্বে আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় হল আন্দোলন শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের এই আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমরা আশা করি শিক্ষার্থীদের ১৩ দফা কোষাধ্যক্ষ মেনে নিবেন। ইতোমধ্যে তিনি আমাদের ১৩ দফা শুনেছেন। মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, রোববার (১১ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থীরা মিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশের শৃঙ্খলা ফেরাতে ১৩ দফা দাবি জানিয়েছিলেন।

/লিমন/মেহেদী/

সর্বশেষ

পাঠকপ্রিয়