ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জবিতে রাজনীতি নিষিদ্ধ: কোষাধ্যক্ষ

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৫, ১৩ আগস্ট ২০২৪  
জবিতে রাজনীতি নিষিদ্ধ: কোষাধ্যক্ষ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সব ধরনের ছাত্র, শিক্ষক ও কর্মকর্তাদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সব ধরনের লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে আইনি সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন জবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যানদের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠকে এ ঘোষণা দেন তিনি।

এদিন সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত চলা এ বৈঠকে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। এ সময় শিক্ষার্থীরা তাদের পূর্বঘোষিত ১৩ দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে পাঁচটি দাবি বাস্তবায়নে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা।

এর মধ্যে বিশ্বিবদ্যালয়ের মধ্যে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তাদের সব ধরনের রাজনীতি বাতিল বলে ঘোষণা দেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবীর চৌধুরী। এতে সম্মতি জানান বৈঠকে উপস্থিত সব অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান ও ছাত্রকল্যাণ উপদেষ্টারা।

এসময় কোষাধ্যক্ষ জানান, ৪৮ ঘণ্টার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ গঠন করে ২০ সেপ্টেম্বরের মধ্যে জকসু (ছাত্র সংসদ) নির্বাচন আয়োজনের ব্যাপারে একটি কমিটি গঠন করা হবে। আগামী ১৮ আগস্টের মধ্যে অফলাইনে ক্লাস শুরুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে। বাকি দাবি শিক্ষার্থীদের দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে মেনে নেওয়া হবে।

কোষাধ্যক্ষ বলেন, সামনে সিন্ডিকেটের মাধ্যমে শিক্ষার্থীদের সব দাবি পাশ করা হবে। যে সব শিক্ষক উগ্র লেজুড়বৃত্তিক রাজনীতি করতেন, তারা শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করুন। অন্যত্থায় শিক্ষার পরিবেশ তৈরি হবে না। বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের রাজনীতি গ্রহণযোগ্য হবে না এবং তার সঙ্গে যত ধরনের আইনি সহায়তা দরকার, তার জন্য আমি সবসময় প্রস্তত। 

শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি আরও বলেন, ছাত্রদের ভয় ভীতি না দেখিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ভালো সম্পর্ক তৈরি করুন। ক্লাস শুরু হলে কোনো শিক্ষার্থী যেন কোনো সমস্যার সম্মুখীন না হয়। শিক্ষার্থীদের কাছে অনুরোধ করছি, তোমরা আমাদের অভিভাবক হিসেবে সম্মান করে অফলাইন ক্লাস করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি করো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ে প্রধান সমন্বয়ক নূর নবী রাইজিংবিডিকে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই, তারা আমাদের দাবিগুলোর মধ্যে অন্যতম ক্যম্পাসে সকল ধরনের রাজনীতি (শিক্ষক, কর্মকর্তা, ছাত্র) আজ থেকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। রাজনীতি করার অধিকার সবার আছে। তবে ক্যাম্পাসের গেট থেকে প্রবেশ করা মাত্রই তাকে শুধু একজন শিক্ষক, কর্মকর্তা বা শিক্ষার্থী হিসেবেই প্রবেশ করতে হবে। আমাদের ১৩টি দাবির সবকটি মেনে নেওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন বৈঠকে থাকা কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান ও ছাত্রকল্যাণ উপদেষ্টারা।

/লিমন/মেহেদী/

সর্বশেষ

পাঠকপ্রিয়