ঢাবিতে দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ
ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ক্যাম্পাসে সব ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে একদল শিক্ষার্থী।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়। এরপর শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এ সময় শিক্ষার্থীদের ‘অপরাজনীতির ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘রাজনীতির কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
সমাবেশে বক্তারা বলেন, যতদিন রাজনীতি নিষিদ্ধ না হয়, ততদিন আমরা ক্লাসে ফিরবো না। রাজনীতি বন্ধ করতে আমাদের আন্দোলন চলমান থাকবে।
সমাবেশে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মনিরুল ইসলাম বলেন, রাজনীতি থাকলে আমাদের মতো যারা বিজ্ঞান অনুষদে আছি, তাদের পড়াশোনা হবে না। ছাত্রলীগের রাজনীতি থাকাকালে আমাদের সকাল ১০টায় প্রোগ্রামে নিয়ে যেত এবং বিকেল পর্যন্ত প্রোগ্রামে থাকতে হতো। এমনকি ক্লাস থাকলেও আমাদের জোর করে প্রোগ্রামে নিয়ে যেত ছাত্রলীগ। আমরা আর রাজনীতি দেখতে চাই না এ ক্যাম্পাসে।
ঢাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী বাইজিদ বলেন, রাজনীতি না থাকলে গত ১৫ জুলাই ছাত্রলীগ টোকাই দ্বারা আমাদের ভাইবোনদের রক্তাক্ত হতে হতো না। ঢাবির রাজনীতি হবে ডাকসু নির্ভর। যারা আমাদের ক্যাম্পাসে রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করবে, সাধারণ শিক্ষার্থীরা তাদের কালো হাত ভেঙে দিবে।
/রনি/মেহেদী/