ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইবির ভর্তি সম্পন্ন হলেও শতাধিক আসন ফাঁকা

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৩, ২৯ অক্টোবর ২০২৪  
ইবির ভর্তি সম্পন্ন হলেও শতাধিক আসন ফাঁকা

গুচ্ছভুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি সম্পন্ন হয়েছে। তবে এখনো ১০৩টি আসন ফাঁকা রয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আটটি অনুষদের অধীন ৩৬টি বিভাগে মোট আসনসংখ্যা ২ হাজার ৩৭০। এর মধ্যে ২ হাজার ২৬৭ শিক্ষার্থী চুড়ান্ত ভর্তি সম্পন্ন করেছেন। বর্তমানে ১০৩টি আসন ফাঁকা রয়েছে।

‘এ’ ইউনিট তথা বিজ্ঞান বিভাগে ২৫টি, ‘বি’ ইউনিট তথা মানবিক বিভাগে ৪৫টি এবং ‘সি’ ইউনিট তথা বাণিজ্য বিভাগে ৩৩টি আসন ফাঁকা আছে। তবে বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র ‘ডি’ ইউনিটে কোনো আসন ফাঁকা নেই।

এ বিষয়ে অ্যাকাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার শহিদুল ইসলাম বলেন, ফাঁকা আসনের বিষয়ে পরবর্তীতে গুচ্ছ কমিটি যে সিদ্ধান্ত নিবে, সে অনুযায়ী আসন পূরণ করা হবে। তবে আগামীকাল আমাদের একটি মিটিং আছে। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

আগামী রোববার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

/ইদুল/মেহেদী/

সর্বশেষ

পাঠকপ্রিয়