ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ক কর্মশালা

কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২০, ১৮ ডিসেম্বর ২০২৪  
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ক কর্মশালা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ডিজিটাল হাইজিন ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে কর্মশালাটি অনুষ্ঠিত।

এমআরডিআই-এর সহযোগিতায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে আয়োজিত কর্মশালায় ডিজিটাল হাইজিন বিষয়ক প্রশিক্ষক হিসেবে ছিলেন এমআরডিআই-এর এক্সিকিউটিভ ডিরেক্টর হাসিবুর রহমান মুকুর। এছাড়া ফ্যাক্ট-চেকিং বিষয়ক প্রশিক্ষক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সাইফুল আলম।

এ সময় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলাম ও প্রভাষক জাকিয়া জাহান মুক্তা উপস্থিত ছিলেন।

কর্মশালায় অংশগ্রহণকারীদের ডিজিটাল হাইজিন, সাইবার অপরাধ, ডিজিটাল নিরাপত্তা, ফ্যাক্ট-চেকিং, তথ্য বিশৃঙ্খলা এবং তথ্য বিভ্রাট সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হয়।

এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান রাহাত বলেন, “আমরা সবাই সেমিনারটির মাধ্যমে নতুন কিছু জানতে পেরেছি। প্রশিক্ষণ গ্রহণের আগে আমাদের চিন্তা-ভাবনা এক রকম ছিল। আর প্রশিক্ষণ শেষে এখন তা পরিবর্তিত হয়েছে। এখন আমরা আবেগের তাড়নায় অনলাইনে কোনো তথ্য বা ছবি শেয়ার করব না। এটা আমাদের ভবিষ্যতে ক্ষতির মুখে ফেলতে পারে।”

ঢাকা/এমদাদুল/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়