ঢাকা     বৃহস্পতিবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ||  মাঘ ২৩ ১৪৩১

নোবিপ্রবিতে জাতীয় বিজ্ঞান উৎসব শুরু

নোবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৮, ১৮ জানুয়ারি ২০২৫  
নোবিপ্রবিতে জাতীয় বিজ্ঞান উৎসব শুরু

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সায়েন্স ক্লাবের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে দুই দিনব্যাপী তৃতীয় জাতীয় বিজ্ঞান উৎসব শুরু হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) নোবিপ্রবি কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ উৎসবের উদ্বোধন করা হয়। 

সায়েন্স ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মো: শফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ, নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ ইসমাইল, নির্বাহী ম্যাজিসট্রেট ফাহিম হাসান প্রমুখ।

এ সময় নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, “সায়েন্স ক্লাব নোয়াখালীর বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের সঙ্গে নোবিপ্রবির একটা সংযোগ করে দিতে পেরেছে, এ জন্য আমি তাদের বিশেষভাবে ধন্যবাদ জানাই। গতানুগতিক পড়াশোনার বাইরেও আমরা ছাত্র-ছাত্রীদের এক্সট্রা কারিকুলা একটিভিটিজে যুক্ত করতে চাই। আমরা চাই আমাদের ছাত্রছাত্রীরা বিজ্ঞানের বিষয়গুলো হাতে-কলমে শিখে নিজেদের সমৃদ্ধ করার পাশাপাশি দেশের উন্নয়নে এগিয়ে আসুক।”

অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, “প্রতিযোগিতায় জয় পরাজয় থাকবেই। পরাজিত হওয়া মানেই পিছিয়ে পড়া নয়। পরাজিত হওয়ার মধ্য দিয়ে নতুন করে জয়ী হওয়ার আগ্রহ তৈরি করতে হবে। জ্ঞান-বিজ্ঞানের চর্চায় আরো বেশি আত্মনিয়োগ করতে হবে। স্কিলফুল ম্যানপাওয়ার তৈরি করার জন্য যা করা দরকার. আমরা তা করব।”

উদ্বোধন শেষে অতিথি ও বিভিন্ন প্রতিযোগিতার বিচারকমন্ডলী স্কুল-কলেজের প্রজেক্টগুলো পরিদর্শন করেন। শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে আয়োজিত বিজ্ঞান উৎসবে ১৬টি প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৭ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বিজ্ঞান উৎসবের প্রথম দিনে সায়েন্টিফিক বিজনেস আইডিয়া প্রেজেন্টেশন, সায়েন্টিফিক ডিবেট কম্পিটিশন, থ্রি মিনিট রিসার্চ আইডিয়া প্রেজেন্টেশন, প্রোগ্রামিং কন্টেস্ট, প্রজেক্ট শো-ডাউন, টিচার্স ইনোভেশন আইডিয়া, রুবিকস কিউব, সায়েন্টিফিক ডকুমেন্টারিসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া সবার জন্য রাতের আকাশ পর্যবেক্ষণে টেলিস্কোপের ব্যবস্থা করা হয়।

ঢাকা/ফাহিম/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়