ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিক্ষার্থীদের সংঘর্ষ থামাতে এসে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫২, ২৭ জানুয়ারি ২০২৫   আপডেট: ০৯:১০, ২৭ জানুয়ারি ২০২৫
শিক্ষার্থীদের সংঘর্ষ থামাতে এসে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ

রাতে শিক্ষার্থীদের মাঝে হাসনাত আবদুল্লাহ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ থামাতে এসে তোপের মুখে পড়েন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

রবিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় রাজধানীর নীলক্ষেত এসে হাসনাত আবদুল্লাহ সংঘর্ষ থামাতে সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চাইলে শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে।

পরবর্তীতে হাসনাত আবদুল্লাহ‌ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষ বন্ধ করে ক্যাম্পাসে ফিরে যেতে বললে শিক্ষার্থীরা তাকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়। পরে তিনি সংঘর্ষ এলাকা ছেড়ে ক্যাম্পাসের দিকে চলে যান।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা কলেজের শিক্ষার্থী মুহাম্মদ রাকিব এই সংঘর্ষে গুরুতর আহত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।

ঢাকা/রায়হান/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়