জাবিতে অল্প রিকশা ও অধিক ভাড়া আদায়ের অভিযোগ ভর্তিচ্ছুদের
জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজ। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পর্যাপ্ত রিকশার অভাব ও অধিক ভাড়া আদায়ের অভিযোগ করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
গত বছর ১৯ নভেম্বর অটোরিকশা দুর্ঘটনায় জাবি ৫৩তম ব্যাচের শিক্ষার্থী আফসানা করিমের নিহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে পরদিন ২০ নভেম্বর এক জরুরি বিজ্ঞপ্তিতে ব্যাটারিচালিত রিকশা, ভ্যান, ইজিবাইক ইত্যাদি যানবাহন ক্যাম্পাসে চলাচল নিষিদ্ধ করে প্রশাসন। বর্তমানে ক্যাম্পাসে কিছু সংখ্যক প্যাডেল রিকশা চালু রয়েছে, যা চাহিদার তুলনার অপ্রতুল বলে জানিয়ে আসছেন শিক্ষার্থীরা।
এদিকে, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছে ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ভর্তি পরীক্ষা ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বল্প দূরত্বের বিভিন্ন স্থানে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
আলবেরুনী হল, পুরাতন কলা ভবন, বিজনেস স্টাডিস অনুষদ, শহীদ সালাম বরকত হল, জাবি স্কুল অ্যান্ড কলেজ- এ জায়গাগুলোতে বেশি ভাড়া আদায় করার তথ্য পাওয়া গেছে। এতে করে ভোগান্তিতে পড়তে হয়েছে ভর্তিচ্ছু পরীক্ষার্থী ও অভিভাবকদের। এছাড়া রিকশা কম থাকার সুযোগে চালকরা অধিক ভাড়া আদায় করছেন বলে অভিযোগ করেছেন ভর্তিচ্ছুরা।
ভর্তি পরীক্ষা দিতে আসা সুমাইয়া নামে এক শিক্ষার্থী বলেন, “আমি ভর্তি পরীক্ষা শুরু হওয়ার ১০ মিনিট আগে ডেইরি গেটে পৌঁছাই। আমার পরীক্ষা কেন্দ্র ছিল সিএসই ভবন। ক্যাম্পাসে এসে আমি কোন রিকশা পাচ্ছিলাম না, এছাড়া ক্যাম্পাসও চিনি না। এক পর্যায়ে আমি দ্রুত হেটে যাই এবং পরীক্ষা শুরু হওয়ার সাত মিনিট পর পরীক্ষা কেন্দ্রে পৌছাই। ক্যাম্পাসে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকলে আজ আমাকে এ ভোগান্তিতে পড়তে হত না।”
ভর্তি পরীক্ষা দিতে আসা আরেক শিক্ষার্থী মাহমুদা বলেন, “আমরা সারারাত জার্নি করে ক্যাম্পাসে আসি। ডেইরি গেটে নেমে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য আমরা কোন রিকশা পাচ্ছিলাম না। অনেক পরে একটা পায়ে চালিত রিকশা পেয়েছিলাম। কিন্তু তুলনামূলকভাবে তিনি আমাদের কাছা থেকে বেশি ভাড়া রেখেছেন।”
জাবি বিএনসিসির ক্যাডেট অংকুর শাহা বলেন, “আমি জাবি স্কুল অ্যান্ড কলেজে ডিউটি করেছি। আজ প্রতিটি শিফটে পরীক্ষা শুরু হওয়ার ২০ মিনিট এমনকি আধাঘন্টা পরেও অনেক শিক্ষার্থী এসেছে পরীক্ষা দিতে। দেরির কারণ জানতে চাইলে তারা জানান, রাস্তায় জ্যাম ছিল এবং ক্যাম্পাসের ভিতর কোন রিকশা পাওয়া যাচ্ছিল না। এছাড়াও অনেক শিক্ষার্থী পরীক্ষার একদম শেষ মুহূর্তে এসেছিলেন। তাদের পরীক্ষা দেওয়ার সুযোগ হয়নি।”
ঢাকা/আহসান/মেহেদী