আইসিপি প্রতিযোগিতায় যবিপ্রবির অভাবনীয় সাফল্য
যবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

জাস্ট ফ্লার টিমের সদস্যরা
আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার (আইসিপিসি) পশ্চিম এশিয়া মহাদেশীয় অঞ্চলে তৃতীয় ধাপে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) টিম জাস্ট ফ্লার।
সম্প্রতি আইসিপিসি এশিয়া ওয়েস্ট কন্টিনেন্টের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের জাস্ট ফ্লার টিমের সদস্যরা হলেন, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুম বিল্যাহ, নিলয় দাস এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহসিন আরাফাত।
আইসিপিসিতে মোট চার ধাপের প্রথম ধাপ গত বছর ৯ নভেম্বর অনলাইন প্রতিযোগিতার মাধ্যমে ২ হাজার ৫০০ দলের মধ্য থেকে ৫৩তম দল হিসেবে ‘জাস্ট ফ্লার’ টিম দ্বিতীয় ধাপের জন্য নির্বাচিত হয়। দ্বিতীয় ধাপে গত ৬-৭ ডিসেম্বর ঢাকায় অফলাইন প্রতিযোগিতার মাধ্যমে ৩০৭টি দলের মধ্য থেকে ২২তম দল হিসেবে তৃতীয় ধাপের জন্য নির্বাচিত হয় তারা। তৃতীয় ধাপের প্রতিযোগিতা আগামী ৭-৮ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে। যেখান থেকে তিনটি দলকে চূড়ান্ত (চতুর্থ ধাপ) প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হবে।
আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা (আইসিপিসি) হলো বিশ্বের বৃহত্তম কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা। এখানে শিক্ষার্থীরা তাদের সমস্যা সমাধানের দক্ষতা এবং কম্পিউটিং দক্ষতা প্রদর্শন ও উন্নত করার সুযোগ পায়। এ প্রতিযোগিতাকে ‘কম্পিউটার প্রোগ্রামিংয়ের অলিম্পিক’ বলা হয়।
ঢাকা/ইমদাদুল/মেহেদী