ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অপূর্ণাঙ্গ প্রশ্নে জাবির ‘এ’ ইউনিটের পরীক্ষা

জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৪, ১২ ফেব্রুয়ারি ২০২৫  
অপূর্ণাঙ্গ প্রশ্নে জাবির ‘এ’ ইউনিটের পরীক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের তৃতীয় শিফটের ভর্তি পরীক্ষার এক সেট প্রশ্নে চারটি প্রশ্ন কম থাকার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৫০ মিনিটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এ ইউনিটের তৃতীয় শিফটের ভর্তি পরীক্ষা শুরু হয়। এ সময় অপূর্ণাঙ্গ প্রশ্নপত্র সরবরাহ করার অভিযোগ পাওয়া যায়।

পরীক্ষা শেষে একাধিক পরীক্ষার্থী জানান, পরীক্ষার মাঝপথে তারা প্রশ্নে নির্দিষ্ট প্রশ্নগুলোর সঠিক উত্তর বিকল্প না পেয়ে কর্তব্যরত শিক্ষকদের বিষয়টি জানান। অভিযোগের পরিপ্রেক্ষিতে কিছু কক্ষে বোর্ডে প্রশ্নের অপশন লিখে দেওয়া হয়, আবার কিছু কক্ষে শিক্ষকরা মুখে বলে দেন।

এক পরীক্ষার্থী জানান, তাদের কক্ষে তিনটি প্রশ্নের বিকল্প বোর্ডে লেখা হয়। আর একটি প্রশ্নের বিকল্প মুখে বলে দেওয়া হয়। তবে অনেক কক্ষে শেষ মুহূর্তে প্রশ্নগুলোর বিকল্প জানানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন মাহবুব কবির বলেন, “প্রিন্টিংয়ের ভুলের কারণে দুটি প্রশ্ন ছাপা হয়নি। তবে বিষয়টি নজরে আসার পর বিভিন্ন পরীক্ষাকেন্দ্র থেকে আমাদের জানানো হয়। তখন আমরা সঙ্গে সঙ্গে দায়িত্বরত শিক্ষকদের প্রশ্নগুলো বলে দিতে বলেছিলাম।”

অনেক কেন্দ্রে শেষ সময়ে প্রশ্ন জানানোর বিষয়ে তিনি বলেন, “এতগুলো পরীক্ষাকেন্দ্রে এত দ্রুত জানানো সম্ভব ছিল না। আমরা চেষ্টা করেছি, কিন্তু কিছু ক্ষেত্রে দেরি হয়েছে।”

ঢাকা/আহসান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়