ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুবিতে ছাত্র সংসদের দাবিতে মানববন্ধন

কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১২, ১৯ ফেব্রুয়ারি ২০২৫  
কুবিতে ছাত্র সংসদের দাবিতে মানববন্ধন

লেজুড়ভিত্তিক ছাত্র রাজনীতির বাইরে শিক্ষার্থীদের দাবি আদায়ের প্লাটফর্ম হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (কুকসু) গঠনের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্ত্বরে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা ‘ছাত্র সংসদ শিক্ষার্থীদের অধিকার’, ‘তোমার আমার দাবি এক, ছাত্র সংসদ প্রতিষ্ঠা হোক’, ‘শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার চাই’, ‘কুয়েট কুবি ভাই ভাই, সন্ত্রাসী হামলার বিচার চাই’ ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। 

শিক্ষার্থীরা বলেন, লেজুড়বৃত্তির বাইরে গিয়ে একটি স্বতন্ত্র ছাত্র সংসদ গঠন করা হলে তা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চর্চা বৃদ্ধি পাবে এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ করা সম্ভব হবে। 

মানববন্ধনে ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের নাইমুর রহমান, লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মো. ওসমান গনি প্রমুখ শিক্ষার্থীরা বক্তব্য দেন। 

গত ১৬ জানুয়ারি কুবিতে ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলীর বরাবর স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।

ঢাকা/এমদাদুল/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়