ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাবিতে প্লাস্টিক ব্যাগে মোড়ানো শিশুর লাশ

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৫  
ঢাবিতে প্লাস্টিক ব্যাগে মোড়ানো শিশুর লাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্লাস্টিক ব্যাগে মোড়ানো একদিন বয়সী মেয়ে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে জগন্নাথ হল মোড়ে রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার এসআই মাহমুদুল হাসান।

তিনি বলেন, “জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যায়। প্লাস্টিকের ব্যাগ থেকে নবজাতকটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

তিনি আরও বলেন, “ধারণা করা হচ্ছে, ভূমিষ্ঠ হওয়ার পরই ওই নবজাতককে কে বা কারা ফেলে রেখে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে‌।”

ঢাকা/সৌরভ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়