ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চবি উত্তরণের সভাপতি সবুজ, সম্পাদক সজিব

চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৯, ৩ মার্চ ২০২৫   আপডেট: ২১:৫৫, ৩ মার্চ ২০২৫
চবি উত্তরণের সভাপতি সবুজ, সম্পাদক সজিব

সভাপতি সবুজ আহমেদ (বামে) ও সম্পাদক সজিব মাহমুদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘উত্তরণ’ এর ২০২৫-২৬ সেশনের জন্য কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সবুজ আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সজিব মাহমুদ।

সোমবার (৩ মার্চ) বিকেল ৩টায় উত্তরণের প্রধান উপদেষ্টা এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।

কমিটিতে অন্যদের মধ্যে রয়েছেন, সহ-সভাপতি ওবায়দুর রহমান তারিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক রিফাত খান শিশির, মাহি মোস্তফা নাহিন, সাংগঠনিক সম্পাদক সবুজ বেপারি, তানিয়া আক্তার মাহি, এমএইচ মহসিন, অর্থ সম্পাদক এমএন উল্লাস, সহ-অর্থ সম্পাদক সুমাইয়া আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম রাব্বি, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সালাউদ্দিন সাকিব ও হাবিবুর রহমান সুমন।

কমিটিতে আরো আছেন, প্রোগ্রাম বিষয়ক সম্পাদক সাখাওয়াত উল্লাহ রোহান, ইফতার ও সাহরি বিষয়ক সম্পাদক মাসুদ মন্ডল, ব্লাড ব্যাংক সমন্বয়ক হোসাইন মাহমুদ, শিক্ষাবৃত্তি সম্পাদক গিয়াসউদ্দিন রক্সি, মানসিক স্বাস্থ্যসেবক বিষয়ক সম্পাদক মাহিন সরকার, টিউশন সেবা সম্পাদক মুজাহিদুজ্জামান রাকিব ও  আইসিটি সম্পাদক ফরহাদ বিন হাশেম। 

হল প্রতিনিধির মধ্যে রয়েছেন- আলিমুল শামীম (আলাওল হল), গোলাম মুক্তাদির (শহিদ আব্দুর রব হল), সুমাইয়া মাহি (দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল) এবং অজিফা আক্তার মীম (প্রীতিলতা হল)।

কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন- নাজমুস সাকিব হৃদয়, পুষ্পিতা নুর, উম্মে হাবিবা, এম. মিজানুর রহমান, মোস্তাফিজুর রহমান সুমন, নিয়াজ মাখদুম, ফুয়াদ হাসান, জয় প্রকাশ মন্ডল, শারমিন আক্তার এবং মাহমুদা আক্তার।

নবনির্বাচিত সভাপতি সবুজ আহমেদ বলেন, “আমাদের মূল লক্ষ্য, বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী যেন আর্থিক সঙ্কটে শিক্ষাজীবন থেকে পিছিয়ে না পড়ে। এ লক্ষ্যে খাদ্য সহায়তা, মানসিক স্বাস্থ্যসেবা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম আরো সম্প্রসারণের পরিকল্পনা করছি। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা কামনা করছি, যাতে আমরা উত্তরণের কার্যক্রমকে আরও শক্তিশালী করে তুলতে পারি।”

চবিতে অধ্যয়নরত আর্থিক সঙ্কটে থাকা শিক্ষার্থীদের বিনামূল্যে খাবার সরবরাহ করার মাধ্যমে উত্তরণের যাত্রা। এরপর রক্তদাতা জোগাড়, টিউশন সেবা, বিনামূল্যে আইটি ট্রেনিং, শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন সামাজিক কাজ করছে সংগঠনটি। এ পর্যন্ত প্রায় ২ হাজার অসচ্ছল শিক্ষার্থীকে সেবার আওতায় এনেছে উত্তরণ।

ঢাকা/মিজান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়