ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বেরোবিতে পুলিশের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

বেরোবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৭, ১২ মার্চ ২০২৫  
বেরোবিতে পুলিশের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

পুলিশের ওপর হামলাকারী শাহবাগীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষোভ মিছিল করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহীদ আবু সাঈদ চত্বর প্রদক্ষিণ করে শেষ হয়। এতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভে অংশ নিয়ে শিক্ষার্থী জাহিদ হাসান জয় বলেন, “এর আগেও ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা হয়েছিল, এখনো তা চালানো হচ্ছে। তবে আমরা কখনোই এ ধরনের অপচেষ্টা সফল হতে দেব না।”

আলবীর অপর এক শিক্ষার্থী বলেন, “যারা পুলিশের ওপর হামলা করেছে, তারা মূলত দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। আমরা চাই, দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।”

রহমত আলী নামের আরেকজন শিক্ষার্থী বলেন, “শহীদ আবু সাঈদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা এসেছে, সেখানে আর কোনো ষড়যন্ত্র হতে দেওয়া যাবে না। এ দেশ বিদেশি কোনো প্রেসক্রিপশনে চলবে না। ২০১৩ সালে শাপলা চত্বরে মুসল্লিদের ওপর যে হামলা হয়েছিল, তারও অবিলম্বে বিচার করতে হবে।”

ঢাকা/সাজ্জাদ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়