ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেকৃবিতে বৃহত্তর চট্টগ্রাম ছাত্রকল্যাণ সমিতির ইফতার

শেকৃবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১০, ১৯ মার্চ ২০২৫  
শেকৃবিতে বৃহত্তর চট্টগ্রাম ছাত্রকল্যাণ সমিতির ইফতার

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বৃহত্তর চট্টগ্রাম ছাত্রকল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ মার্চ) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আব্দুল লতিফ, ছাত্র পরামর্শক আসবুল হক, প্রক্টর মো. আরফান আলী, শেকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. আবুল হাসান, ছাত্রদলের সাধারণ সম্পদক বিএম আলমগীর কবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আনাস বিন সোলায়মান প্রমুখ।

ইফতার পূর্ব মুহূর্তে সবাই একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

আয়োজকরা জানান, এ ইফতার মাহফিল চট্টগ্রাম বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যা শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করতে সহায়ক হবে।

ঢাকা/মামুন/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়