২ দাবিতে জবি ছাত্র ফ্রন্টের গণভোট
জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা চালু ও বিশ্ববিদ্যালয় আইন সংস্কার করে জকসু নির্বাচন দেওয়ার দাবিতে গণভোট কর্মসূচি শুরু করেছে শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
বৃহস্পতিবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
গণভোটে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কাছে দুইটি প্রশ্ন রাখা হয়েছে। প্রথমত, তারা কি শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা চান? দ্বিতীয়ত, তারা কি বিশ্ববিদ্যালয় আইন সংস্কার করে জকসু নির্বাচন চান?
বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, “সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে আয়োজিত গণভোটে অংশগ্রহণ করেছি। শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা এখন সময়ের দাবি। অনেকেই মেস বা বাসাভাড়া দিতে হিমশিম খায়। পাশাপাশি, জকসু নির্বাচন না থাকায় শিক্ষার্থীদের মতামত নীতিনির্ধারণে প্রতিফলিত হচ্ছে না। তাই এই দুই দাবি বাস্তবায়ন জরুরি।”
জবি শাখা ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক শামসুল আলম মারুফ বলেন, “আসন্ন বাজেটে আবাসন ভাতা বরাদ্দ ও বিশ্ববিদ্যালয় আইন সংস্কার করে জকসু নির্বাচনের দাবিতে আমরা এই সাত দিনব্যাপী গণভোট কর্মসূচি শুরু করেছি। শিক্ষার্থীদের সাড়া ইতিবাচক, তাদের মতামত ক্লাস ক্যাম্পেইনের মাধ্যমে সংগ্রহ করে প্রশাসনের সামনে তুলে ধরা হবে। এটি চলমান আন্দোলনেরই একটি অংশ।”
শাখা ছাত্র ফ্রন্টের সভাপতি ইভান তাহসিভ বলেন, “দাবিগুলো জনপ্রিয় করে তোলা ও ভবিষ্যৎ আন্দোলনের জনমত গঠনই এই গণভোটের মূল উদ্দেশ্য। শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণে কর্মসূচি শুরু হয়েছে, যা চলবে এক সপ্তাহ ধরে। আগামী ১৮ মে আলোচনা সভায় ফলাফল ঘোষণা করা হবে।”
ঢাকা/লিমন/মেহেদী