ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যবিপ্রবিতে মাল্টিপারপাস রোভার কর্মশালা

যবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০০, ১৮ মে ২০২৫  
যবিপ্রবিতে মাল্টিপারপাস রোভার কর্মশালা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) যশোর জেলা মাল্টিপারপাস রোভার ওয়ার্কশপ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে বাংলাদেশ স্কাউটস যশোর জেলা রোভার শাখার উদ্যোগে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন রোভার ইউনিটের সদস্য, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

আরো পড়ুন:

দিনব্যাপী এ আয়োজনে রোভার প্রশিক্ষণ কার্যক্রম, সংগঠন ও সমাজ উন্নয়নমূলক বাস্তবায়িত ও অনাবাস্তবায়িত কাজের পর্যালোচনা, ২০২৫-২৬ সালের কর্মপরিকল্পনা প্রণয়ন, ইউনিট নবায়ন ও সদস্যপদ গ্রহণ প্রক্রিয়া নির্ধারণ এবং রোভার কার্যক্রমের চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে আলোচনা ও গ্রুপ ওয়ার্ক অনুষ্ঠিত হয়।

কর্মশালায় ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে নির্বাহী কমিটির সভা, প্রশিক্ষণ কার্যক্রম, দিবস উদযাপন, বন্যার্তদের সহায়তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় রোভারদের অংশগ্রহণসহ নানা গুরুত্বপূর্ণ কার্যক্রমের বিবরণ উপস্থাপন করা হয়।

কর্মশালায় যশোর জেলা রোভার কমিশনার সৈয়দ আজাহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক মো. আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মো. মফিজুর রহমান।

উপাচার্য অধ্যাপক মো. আব্দুল মজিদ বলেন, “ভবিষ্যৎ প্রজন্মকে নেতৃত্বদানে সক্ষম ও আত্ম-নির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে রোভার স্কাউট কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।”

তিনি আরো বলেন, “বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য একটি তৃতীয় ভাষা শেখার ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সফট স্কিল উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের উপযোগী করে গড়ে তোলা হবে।”

ঢাকা/ইমদাদুল/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়