ঢাবি উপাচার্যকে ‘ফাদার অব মবোক্রেসি’ বললেন ছাত্রদল সভাপতি
ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
বক্তব্য প্রদান করছেন ঢাবি শাখা ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানকে ‘ফাদার অব মবোক্রেসি’ আখ্যা দিয়েছে শাখা ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস।
তিনি বলেছেন, “এখনো বহাল তবিয়তে ফাদার অফ মবোক্রেসি নিয়াজ আহমেদ খান হেঁটে বেড়াচ্ছেন এবং মবস্টার সাইফুদ্দিন আহমেদ। আজ নাকি তদন্ত রিপোর্ট প্রকাশ করেছেন; হাস্যোজ্জল দাঁতে খিলখিল হাসি তার।”
সোমবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে সাম্য হত্যাকাণ্ডের বিচার, উপাচার্য-প্রক্টরের পদত্যাগ এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। দুপুর ১২টা থেকে তারা এই অবস্থান কর্মসূচি শুরু করেন।
গণেশ বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনো হেনতেন সংগঠন নয়। ছাত্রদল বিশ্বের বৃহত্তম ছাত্র সংগঠন। এ সংগঠন সব সময় সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পক্ষে অবস্থান নেয়। এই সংগঠন গণতান্ত্রিক ও অনেকটা সহিষ্ণু পন্থায় কর্মসূচি দিয়ে আসছে। আর অনেকে দাঁত খিলখিলিয়ে হাসছে, যেন ছাত্রদলের করার বোধহয় কিছুই নেই।”
উপাচার্য-প্রক্টর দায়িত্ব পাওয়ার পর এই ক্যাম্পাসে মব উস্কে দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
ঢাবি ছাত্রদল সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, “ছাত্রদলের গাজীরা জানে কীভাবে তার ভাই হত্যার প্রতিশোধ নিতে হয়। আমরা ন্যায় বিচার চাচ্ছি। আপনারা আমার ভাইদের নিরাপত্তা দিতে পারেননি। আপনারা জাতির সামনে এখনো কোনো তদন্ত প্রতিবেদন দিতে পারেননি। আমি অবিলম্বে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করছি।”
তিনি বলেন, “সাম্য হত্যার পরে একটি গোষ্ঠী ন্যারেটিভ দাঁড় করালো, রাতে সাম্য উদ্যানে কী করে। তারা ন্যারেটিভ দাঁড় করালো, উদ্যান এই বিশ্ববিদ্যালয়ের অধীনে না; এ উপাচার্য এই দায় এড়িয়ে যেতে পারেন না।”
ঢাকা/সৌরভ/মেহেদী