‘তপন বিহারী’ বৃত্তি পাচ্ছেন নোবিপ্রবির শিক্ষার্থীরা
নোবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আইন বিভাগের শিক্ষার্থীদের জন্য ‘তপন বিহারী নাগ ট্রাস্ট ফান্ড’ এর বৃত্তি কার্যক্রমের অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কুমিল্লার জ্যেষ্ঠ আইনজীবী তপন বিহারী নাগ এ ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা করেন।
বুধবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোসাইন চৌধুরীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৬৮তম সভায় উপস্থাপিত তপন বিহারী নাগ ট্রাস্ট ফান্ড অনুমোদনের সুপারিশ করা হয়। অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে যে প্রক্রিয়ায় বৃত্তির বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।
এ ক্ষেত্রেও একই বিধি অনুসরণপূর্বক এমওইউ স্বাক্ষর করে একাডেমিক কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে বৃত্তিটি চালুর অনুমতি প্রদান করা হলো। নোবিপ্রবি কর্তৃপক্ষের অনুমোদনক্রমে দাতা তপন বিহারীর সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে বিষয়টি অবগত করা হলো।
নোবিপ্রবি আইন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জামশেদুল ইসলাম বলেন, “কুমিল্লার জ্যেষ্ঠ আইনজীবী তপন বিহারী নাগ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের এই বৃত্তি দিয়ে থাকেন। শিক্ষার্থীদের জন্য এ ধরনের বৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, এটি তাদের জন্য একটি অনুপ্রেরণার উৎস। আমরা আশা করি, ভবিষ্যতে আরো শিক্ষার্থী এই বৃত্তির আওতায় আসবে এবং উচ্চশিক্ষায় এগিয়ে যাবে।”
তিনি বলেন, “তপন বিহারী নাগ ট্রাস্ট ফান্ডের মতো উদ্যোগ আমাদের বিভাগের শিক্ষার গুরুত্বকে আরো দৃঢ় করবে। শিক্ষা বৃত্তিটি আমাদের আইন বিভাগের শিক্ষার্থীদের পড়ালেখার বিষয়ে আরো কার্যকরী ভূমিকা রাখবে। বিভাগের মেধাবীরা এবং যারা আর্থিকভাবে দুর্বল তাদের এই বৃত্তির মাধ্যমে সহযোগিতা করা হবে।”
ঢাকা/ফাহিম/মেহেদী