ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জিয়াউর রহমানকে আত্মপরিচয়ের বাহক বললেন ইবি উপাচার্য

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৫, ২৮ মে ২০২৫  
জিয়াউর রহমানকে আত্মপরিচয়ের বাহক বললেন ইবি উপাচার্য

বক্তব্য প্রদান করছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ

শহীদ জিয়াউর রহমান আত্মপরিচয়ের বাহক হিসেবে অভিহিত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

তিনি বলেছেন, “শহীদ জিয়াউর রহমান আমাদের আত্মপরিচয়ের বাহক। তিনি সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে আমাদের ধর্মীয় বিশ্বাসের পরিচয় আইনের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন। তিনি এক ক্রান্তিকালে দেশের ক্ষমতা নিয়েছিলেন। ক্ষমতা নিয়েই তিনি মানুষের জীবন উন্নয়নে সবুজবাদ বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন।”

আরো পড়ুন:

বুধবার (২৮ মে) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের আয়োজনে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, “দেশের উন্নয়নে নিজে মাটি কেটেছেন। বিভিন্নভাবে সাধারণ মানুষকে উজ্জীবিত করতে কাজ করেছেন। তিনি মানুষের মনের ও বিবেকের নেতৃত্ব দিয়েছেন। তিনি ছিলেন একজন রাষ্ট্রসংস্কারক নেতা।”

তিনি আরো বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে চিন্তায় এ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, তার সেই চিন্তার বিরোধীদের ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন তিনি। তার দর্শন ছিল সময়ের আগে চিন্তা করা। এখন দেশের মানুষ উন্নয়নের জন্য যে চিন্তা করছে, তা তিনি অনেক আগেই করেছিলেন।”

উপাচার্য বলেন, “রাজনীতি হবে মানুষের জন্য। মানুষের হৃদয়ে পৌঁছে যেতে হবে। সেটাই করেছিলেন জিয়াউর রহমান। আমরা তার আদর্শকে ধারণ করব, দুর্নীতি মুক্ত ও কর্তব্য পরায়ণ হব। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।”

অনুষ্ঠানে জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। প্রধান আলোচক হিসেবে জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন উপস্থিত ছিলেন। 

অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, প্রক্টর অধ্যাপক শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ওবায়দুল ইসলাম, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, ইউট্যাব ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, পরিক্ষা নিয়ন্ত্রক ওয়ালিদ হাসান পিকুল প্রমুখ।

ঢাকা/তানিম/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়